গত ২৩/১২/২০২২ইং রোজ শুক্রবার, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর পূর্ব চত্তরে আন্তর্াতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কতৃক আয়োজিত আন্তজাতিক ক্বিরাত সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। অনেক দায়িত্ব পালনের পাশাপাশি উপস্থাপনারও সুযোগ হয় আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, রাফাত হুসাইন, মিশর, সাঈদ গান্দুম নাজহাদ তুসী ইরান, আব্দুল কাবীর হায়দারী, আফগানিস্তান, তৈয়ব জামাল ইন্ডিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ।
0 মন্তব্যসমূহ